মেকআপ তোলার সঠিক উপায়


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

নিজেকে সুন্দর ও পরিপাটি হিসেবে তুলে ধরার জন্য মেকআপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু দিনশেষে মেকআপ তুলে ফেলাটাও সমান জরুরি। কারণ মেকআপ ভালো করে তুলতে না পারলে র্যাশ বা ব্রণ হয়। সাধারণত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলেও ভালো করে ত্বক পরিষ্কার হয় না। চলুন জেনে নিই, মেকআপ তোলার কয়েকটি ধাপ-

১. অলিভ অয়েল হচ্ছে সবচেয়ে ভালো মেকআপ রিমুভার। নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। তুলা দিয়ে ছোট করে বল বানিয়ে তাতে তেল দিয়ে যেখানে মেকআপ করেছেন সেসব জায়গায় লাগিয়ে মেকআপ তুলুন।

২. চোখের মাশকারা ও আইলাইনার আস্তে আস্তে তুলুন। প্রয়োজনে তুলা কয়েকবার পরিবর্তন করুন। এরপর খুব অল্প পরিমাণ ফেসওয়াশ নিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। খুব বেশি ফেনা করার প্রয়োজন নেই।

৩. মেকআপ তোলার পর ত্বকে টোনার লাগানো জরুরি। টোনার ব্যবহারের সময় লক্ষ রাখবেন সেটি যেন ত্বকের উপযোগী হয়। বিশেষত যাঁদের শুষ্ক ত্বক, তাঁদের জন্য টোনার খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাছে টোনার না থাকলে শসার রসে মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন।

৪. এবার চোখের চারপাশে আইক্রিম ম্যাসাজ করে নিন। চোখের চারপাশের ত্বকে কালো ছোপ ও ভাঁজ পড়া থেকে ত্বককে রক্ষা করবে।

৫. সবশেষে আপনার মুখে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম ম্যাসাজ করুন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।