করোনামুক্ত হয়েছেন কাজী মারুফের স্ত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২০

সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত নায়ক কাজী মারুফের করোনা আক্রান্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায় মারুফ নন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী। এমন দুঃসংবাদ শুনে ব্যথিত হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। এবার সুখবর হলো করোনামুক্ত হয়েছেন নায়কের স্ত্রী।   

বর্তমানে মারুফ তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের বাসায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন কাজী মারুফের বাবা নন্দিত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, ‘আমার ছেলে মারুফের স্ত্রী করোনামুক্ত হয়েছে। মারুফ তার স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে আছে। আমার ছেলে ও তার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তারা যেন ভালোভাবে দেশে ফিরে আসতে পারে। লকডাউন শেষ হলেই দেশে ফিরে আসবে মারুফ।’

২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কাজী মারুফ।

এরপর আরও বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন মারুফ। বাবা কাজী হায়াৎ পরিচালিত ছবিগুলোতে শুরুর দিকে বেশ প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।