‘করোনা মারার জাদু’ নিয়ে হাজির হলেন জুয়েল আইচ
একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশি বাদক ও চিত্রশিল্পী। নন্দিত মানুষ জুয়েল আইচের জীবন ও সাফল্যের সম্পর্কে প্রায় সবাই জানেন। করোনাভাইরাসের মোকাবেলা করতে ‘করোনা মারার জাদু’ নিয়ে হাজির হয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী।
তবে এটি কোনো জাদুর ভিডিও নয়। শুক্রবার ফেসবুকে নিজের মাস্কপরা একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে ‘করোনা মারার জাদু’ নামের একটি ছড়া পোস্ট করেছেন জুয়েল আইচ।
ছড়াটি এমন- ‘কালোজিরা মধু/ করোনা মারার জাদু।/ গরম জলে লেবু/ কোভিড হবে কাবু।/ কাঁচা রসুন খেলে/ ভাইরাস যাবে চলে।/ নিম পাতার চা/ গরম গরম খা।/ সব ওষুধের দাদা/ নামটি তার আদা।/ তুলসিপাতা মেথি/ বিশ্বজোড়া খ্যাতি।/ লবঙ্গ তেজপাতা/ ফুসফুস হলে ব্যথা।/ এলাচি দারচিনি/ খাবে প্রতিদিনই।/ বাষ্প পানির ভাপ/ শুকনো কাশি মাফ।/ করলে বেশি দান/ শান্তি পাবে প্রাণ।’
জানা গেছে, তিন সপ্তাহধরেই নিজের বাসায় অবস্থান করছেন জুয়েল আইচ। মেনে চলছেন করোনা মারার জাদু!
জুয়েল আইচ বলেন, ‘আমরা অনেকেই ঘরবন্দি হয়ে আছি। এ সময়টায়ও যেন আমরা আনন্দে পার করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। চলতে হবে নিয়ম মেনে। শরীরে গড়ে তুলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা যেন আতঙ্কিত হয়ে না পড়ি। আমরা ন্যায়ের পথে আছি। আমরা সেই যুদ্ধে জিতেছি। মনে জোর আর সচেতন থাকলে এবারও আমরা জিতে যাব।’
এমএবি/এমএস