কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা বললেন সাইমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০

কিশোরগঞ্জের ছেলে সাইমন সাদিক। তার শৈশব-কৈশোর পুরোটাই কেটেছে সেখানে। আজ নিজের গ্রাম নিয়ে ভীষণ চিন্তিত নায়ক। করোনা আক্রান্ত জেলার কিশোরগঞ্জ এখান অন্যতম। এ জেলায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এই ভাইরাস থেকে মুক্তি পেতে নিজের এলাকার মানুষের কাছে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেছেন সাইমন সাদিক।

পোড়ামন খ্যাত এ নায়ক তার ফেসবুকে লিখেন, ‘আমার কলিজার কিশোরগঞ্জেও করোনার তাণ্ডব চলছে! ৩৪ জনের উপর আক্রান্ত। কয়েকজন মারাও গিয়েছেন। আল্লাহ্ আমাদের মাফ করুন।’

কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে সাইমন বলেন, ‘প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের কাছে বিনীত অনুরোধ এখনো সময় আছে, আপনারা সতর্ক হোন, সচেতন হোন, ঘরে থাকুন। গ্রামের মানুষের হবে না বলে আর অবহেলা করবেন না। বাইরে আড্ডা দেওয়ার কারণে অবস্থা দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি আক্রান্ত আর চলে যাওয়ার খবর কলিজায় আঘাত করছে। আল্লাহ্ না করুন, একবার চিন্তা করে দেখুন যদি আমার, আপনার পরিবারের কেউ আক্রান্ত হয়, তখন কি করব আমরা?’

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে এ চিত্রনায়ক লিখেন, ‘ভাই, আল্লাহ্ বাঁচায়া রাখলে জীবনে অনেক আড্ডা দেওয়া যাবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, পরিবারকে সময় দিন। যুব সমাজ জাগ্রত হও, এই বিপদে সবাইকে সচেতন হতে বলো। তোমরাও সাবধানে থাকো। আল্লাহ্ মালিক, আল্লাহ্ মহান।’

২০০৬ সাল থেকে সিনেমা অঙ্গণে পথচলা শুরু হয় সাইমনের। জি হুজুর সিনেমা দিয়ে শুরু। দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন’ দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর অনেক সিনেমা উপহার দিয়েছেন।

এই বছর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।