কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নার্স নিয়োগের পরামর্শ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

ইউনিয়ন পর্যায়ে স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে পর্যাপ্ত পরিমাণ নার্স নিয়োগের পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের সার্বক্ষণিক সেবা প্রদান, নিরাপদ প্রসব এবং প্রসবকালীন মৃত্যু কমিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন `স্ট্র্যানদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টারগেশন পপুলেশন ইস্যুজ ইন টু ডেভেলপমেন্ট` (এসপিসিপিডি) প্রকল্পের মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির পরামর্শ সভায় এসব পরামর্শ দেয়া হয়।

পরামর্শ বৈঠকে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। কমিটি বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জোরালো সুপারিশ করে। একইসঙ্গে মাতৃ মৃত্যুর হার কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা, রিফাত আমিন ও ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির আহ্বায়ক জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ এবং সদস্য মো. হাবিবে মিল্লাত অংশ নেন।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।