এমএইচ১৭ বিমানে যেভাবে আঘাত হানে ক্ষেপণাস্ত্র (ভিডিও)


প্রকাশিত: ০৭:১২ এএম, ১৪ অক্টোবর ২০১৫

মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ যাত্রীবাহী বিমানটি রাশিয়ার তৈরি বিইউকে ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছিলো বলে ডাচ সেফটি বোর্ডের তদন্ত চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে।

প্রায় ১৫ মাসের তদন্ত শেষে মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করেছে নেদারল্যান্ড। একইসঙ্গে বোর্ডের সদস্যরা একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে বিমানটিতে রুশ ক্ষেপনাস্ত্র আঘাত হেনেছে।

২০১৪ সালের ১৭ জুলাই বিমানটি বিধ্বস্ত হলে আরোহী ও কর্মীসহ ২৯৮ জনের প্রাণহানি ঘটে।



এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।