এক গানের কথার দাম ৭৩ লাখ টাকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১১ এপ্রিল ২০২০

একটি গান জনপ্রিয় হলে সেই গানের শিল্পীর নামই সবার জানা হয় বেশি। গানটির পেছনের মানুষরা খুব একটা আলোচনা বা পরিচিতি পান না। সে তুলনায় গীতিকাররা একটু বেশিই অবহেলিত হন।

সেটা যেমন গান লেখার সম্মানীতে তেমনি প্রতিষ্ঠানেও।

কিন্তু ইংরেজ গায়ক পল ম্যাককার্টনির জনপ্রিয় হেই জুড গানের কথার বেলায় ঘটলো বিরল ঘটনা। গানটির কথা বিক্রি হলো ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার বা ৭৩ লাখ টাকায়। খাতার পাতায় হাতে লেখা ওই গানের কথা শুক্রবার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

নিলাম সংস্থা জুলিয়েন্সের অকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটির কথার বাস্তবিক যা মূল্য সেটি তার চেয়েও প্রায় নয়গুণ বেশি দামে বিক্রি হয়েছে।

এই নিলামের আগে জুলিয়েন্স অকশনের পক্ষ থেকে সঙ্গীত বিশেষজ্ঞ জেসন ওয়াটকিন্স বলেন, 'এই গানটির সঙ্গে সবাই পরিচিত। বিশ্ব সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এ গান। তাই এটি নিয়ে সবার আগ্রহ। এই হাতে লেখা গানের কথা গানটি যখন স্টুডিওতে তৈরি হয়েছিল তখন গাইড লাইন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এটা দামি একটি জিনিস।'

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।