রেকর্ড গড়লেন রোনালদো


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৪ অক্টোবর ২০১৫

প্রথম ফুটবলার হিসেবে চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে নতুন রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেললেন পর্তুগিজ তারকা। মেসি বার্সেলোনার হয়ে তিনবার এই পুরস্কারটি জিতেছেন।

মঙ্গলবার মাদ্রিদে এক জাকজমক অনুষ্ঠানে পর্তুগিজ সুপারস্টারের হাতে মর্যাদার এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এসময় রিয়াল মাদ্রিদ উইঙ্গারের মা, একমাত্র পুত্র এবং রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লা লিগায় গত মৌসুমে ৩৫ ম্যাচে ৪৮টি গোল করেন রোনালদো। ইউরোপ সেরা লিগগুলোতে যা সর্বোচ্চ। একই লিগে রোনালদোর চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ৪৩টি গোল করেন মেসি।
 
২০০৮ সালে প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুটের স্বাদ নেন রোনালদো। দু’বছর রিয়ালের জার্সি গায়ে ২০১০-১১ মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হন সিআর সেভেন। আর ২০১৩-১৪ মৌসুমের পর গতবারও নিজের অবস্থান ধরে রাখেন ফিফার বর্তমান বর্ষসেরা তারকা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।