বিদেশি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে বিচার করা হবে


প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের যারা খুন করেছে, তাদের খুঁজে বের করবোই। বিচারও করবো। ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং আইসিটি পুরস্কার অর্জন করায় এফবিসিসিআইয়ের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করছে, যারা জঙ্গিবাদের মদদ দিচ্ছে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, বাংলাদেশ যখনই বাধাবিঘ্ন অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চায়, বাংলার মানুষ যখনই মাথা উঁচু করে বাঁচতে চায়, তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায় যে সময় আমাদের কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে, ঠিক তখনই দুইজন বিদেশিকে হত্যা করা হলো। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড।

শেখ হাসিনা বলেন, মানুষ যেন নিরাপদে থাকতে পারে, স্বাচ্ছন্দে ব্যবসা-বাণিজ্য করতে পারে, এটাই তার সরকারের চাওয়া। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য তার সরকার এমন কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে বাঙালি জাতি বিশ্বসভায় মাথা উচুঁ করে চলতে পারবে।

১৯৯৬ সালে তার দল আওয়ামী লীগের সরকার গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তখন তার সরকারের প্রথম লক্ষ্য ছিল জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা করা, আইন-শৃঙ্খলার উন্নতিসহ দেশকে স্বাবলম্বী করা। ২০০১ সাল পর্যন্ত স্বাভাবিকভাবেই দেশ এগিয়ে চলেছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় আসার পর তাদের নেয়া সব পদক্ষেপ হারিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আবার তার দল সরকার গঠন করে দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে কাজ করতে থাকে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্য নিয়েই তার সরকার বর্তমানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার সাফল্য স্বরূপ বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মাঠ পর্যায়ের এমন একটি সংগঠন, তারা ক্ষমতার বাইরে থাকলেও দলের নীতিমালা অনুযায়ী বিষয়ভিত্তিক, যেমন-স্বাস্থ্য, বিজ্ঞান, পরিবেশ, কৃষি ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত সভা-সেমিনার করে থাকে। তাই দলটি যখন ক্ষমতায় আসে, তখন ওই সভা-সেমিনার থেকে উঠে আসা মতামতের ভিত্তিতে দেশের কল্যাণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে। ১৯৯৬ সালেও সে অনুযায়ী পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে তার সরকার কাজ শুরু করে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাদ দিয়ে দেয়। এতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

২০০৯ সালে ক্ষমতায় এসে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন তার সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে ২০২০ সাল পর্যন্ত কী কী করা হবে সে পরিকল্পনা গ্রহণ করেই এখন তার সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের পরিকল্পনা গ্রহণ করায় সে সময় অনেকেই বিরূপ মন্তব্য করে বলেছিলেন এটা সম্ভব নয়। কিন্তু ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে তার সরকার পথ চলা শুরু করেছিল, তার অনেকাংশই আজ পূরণ করতে পেরেছে। প্রত্যন্ত গ্রামে যেখানে এক সময় বিদ্যুৎসংযোগ পাওয়াই ছিল স্বপ্ন, সেখানকার মানুষেরা আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে-বিদেশে স্বজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এ কথা বলছেন।

প্রধানমন্ত্রী বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের পোশাক শ্রমিক ভাই-বোনেরা স্বজনদের কাছে দ্রুততম সময়ে টাকা পাঠাচ্ছেন। সারাদেশের পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে সরকার প্রায় ২০০টি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের বাংলাদেশে মোবাইল সিমকার্ডের সংখ্যা প্রায় ১৩ কোটি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি সাত লাখ। ২০১৭ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন সম্পন্ন হবে। মোবাইল-ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তখন আরো বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের তেমন কোনো দায় নেই, তারপরও আমাদেরই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ হুমকির সম্মুখীন। আমাদের এই ধরিত্রীর অতি উষ্ণায়ন এবং বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত দেশগুলোই দায়ী।

ঝড়, জলোচ্ছাস, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির মোকাবেলা আমাদেরই বেশি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, যুগ যুগ ধরে আমাদের দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই টিকে আছে। ৯১ সালের ঘূর্ণিঝড় ও ৯৮’র বন্যা থেকে শিক্ষা নিয়ে তার সরকার এমন কিছু প্রশমন ব্যবস্থা গ্রহণ করছে যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করছে।

শিল্প-কারখানার জন্য জমি কেনার সময় কৃষি জমি, জলাধার ও পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। হাসপাতালসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদীর পানি দূষণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষতির সম্মুখীন হচ্ছে নতুন প্রজন্ম।

কৃষি সম্পদ নষ্ট করা যাবে না, ব্যবসায়ীদের এ কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের খাদ্য এ মাটি থেকেই উৎপাদন করতে হয়। আগে ১২ মাসই সিম, ফুলকপি, লাউসহ নানা সবজি পাওয়া যেতো না, এখন পাওয়া যায়। এটা এমনি এমনি হয়নি। এ জন্য আমাদের বিজ্ঞানীদের অনেক গবেষণা করতে হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের দ্রুত সবুজ অর্থনীতির দিকে অগ্রসর হতে হবে। এমনভাবে কলকারখানা নির্মাণ করতে হবে যেখানে ক্ষতিকারক বর্জ্য উৎপন্ন হয়ে পরিবেশ দূষণ করবে না।

এ দুটো পুরস্কার নিঃসন্দেহে তার এবং দেশবাসীর জন্য গর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুরস্কারপ্রাপ্তি সমন্বিতভাবে টেকসই উন্নয়ন চর্চায় আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। আমাদের এমন কিছু করা চলবে না, যা আমাদের দেশের ক্ষতিসাধন করে। আমাদের নদীনালা, খালবিল, জলাভূমি এবং বাস্তুতন্ত্রকে সুরক্ষা দিতে হবে। আমাদের বনভূমি, জীববৈচিত্র এবং বন্য প্রাণীসম্পদকে ধ্বংস হতে দেয়া যাবে না।

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পথ তৈরি করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভৌগোলিক পরিবেশ মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারত, ভুটান, নেপালকে নিয়ে চার দেশের যোগাযোগ ব্যবস্থা এবং চীনকে নিয়ে বাণিজ্যিক অঞ্চল তৈরি করা হয়েছে।

দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোন অঞ্চলে কোন পণ্য উৎপন্ন হয়, কোন কোন পণ্য বিশ্বে রফতানি করা যাবে সরকার সে তালিকা তৈরি করে এগিয়ে যাচ্ছে। এতে পণ্য রফতানি সহজ হবে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরাও লাভবান হবেন।

তার সরকার দারিদ্র্যের হার হ্রাস করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দারিদ্র্যতা নির্মূল করতে ব্যাবসায়ীদের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারেন এ জন্য সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে এ খাত উন্মুক্ত করে দিয়েছে।

দেশে সুদের হার বেশি উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের টাকা নিজ দেশে রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ দল ব্যবসা করে না, তবে ব্যবসা করে দেয়ার পরিবেশ তৈরি করে দেয়। বর্তমার সরকার মূদ্রাস্ফীতি ৬ এর ঘরে রেখেছে।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দেয়ার কিছু নেই, আছে শুধু ভালবাসা দিয়ে যাব তাই’।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সদ্য নির্বাচিত সভাপতি মতলুব আহমেদ। এছাড়া আরো বক্তৃতা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ও সহ-সভাপতি মাহবুবুল আলম।

একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।