বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারালো কিরগিজস্তান


প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ `বি`তে ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান। নিজেদের মাঠ বিশকেকের দোলনা অমুরজাকোভা স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল পায় স্বাগতিকরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। গোল দুটি করেন ভিতালিজ লুক্স এবং ইলদার আমিরভ। ম্যাচের ২৭তম মিনিটে কিরগিজদের এগিয়ে নেন ভিতালিজ। বিরতির পর ম্যাচের ৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমিরভ।

এর আগে, প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের এশিয়া অঞ্চলের ম্যাচে এটি মামুনুলদের চতুর্থ হার। অন্যদিকে এ পর্যন্ত কিরগিজস্তানের দুটি জয়ই বাংলাদেশের বিপক্ষে।

এ জয়ে ‘বি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিরগিজস্তান। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জর্ডান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।