পিছিয়ে গেলেন হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৭ এপ্রিল ২০২০

কথা ছিলো তারা এপ্রিলেই আসবেন। কিন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেই তারিখ পেছালো। এরপর জানানো হয়েছিলো তাদের দেখা মিলবে ১ মে। এবার সেটাও পিছিয়ে গেল।

দেব প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবিটি মুক্তি পাবে করোনা দূর হবার পর। সেটি কবে তা অজানা বলে এই সিনেমার মুক্তিও অনিশ্চিত।

যতদিন না করোনা দেশ থেকে বিদায় নেবে, ততদিন মুক্তি পাবে না ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে সম্প্রতি একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রাজা হবুচন্দ্র ও গবুচন্দ্রের বাক্যবিনিময়েই জানা গিয়েছে ১ মে মুক্তি পাচ্ছে না এই ছবি।

বরং রাজামশাই বলেছেন, রাজ্যে এখন করোনার প্রাদুর্ভাব। এখন সতর্ক থাকা একান্ত কাম্য। তবে দু’জনের কথায় করোনা নিয়ে গুজবের কথাও উঠে এসেছে। রয়েছে ব্ল্যাক কমেডির আভাসও।

কিছুদিন আগে গোমূত্র খেয়ে রোগ দূর করার হুজুগ উঠেছিল। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও শামিল হয়েছিলেন তাতে। রাজার শঙ্কা দূর করতে গবুচন্দ্রকে সেই কথাও বলতে শোনা গিয়েছে। এমনকী ইষ্টদেবের নাম জপ করলেও করোনা ধারেকাছে ঘেঁষবে না, এমনও জানিয়েছেন গবু। কিন্তু রাজামশাই সচেতন ব্যক্তি। তার বক্তব্য, সাবান দিয়ে হাত ধুতে হবে, বাড়িতে থাকতে হবে। তবেই করোনা মোকাবিলা সম্ভব।

অ্যানিমেটেড এই ভিডিও পোস্ট করে কার্যত দু’টি কাজ করলেন প্রযোজক দেব। প্রথমত, জানিয়ে দিলেন করোনা পরিস্থিতি না কাটলে মুক্তি পাবে না ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।

আর দ্বিতীয়ত, ভিডিওর মাধ্যমে করোনা প্রতিরোধের সতর্কতা প্রচারও চালালেন তিনি। যদিও এর আগেও হবুচন্দ্র আর গবুচন্দ্রকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে সতর্কতামূলক প্রচার চালিয়েছিলেন দেব। সেখানে মুখে মাস্ক পরার ও বাড়িতে থাকার কথা বলা হয়েছিল। পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যে একসঙ্গে কাজ করবে, সেই কথাও জানিয়েছিলেন বোম্বাগড়ের রাজা ও মন্ত্রী।

শুধু ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ই নয়, পিছোচ্ছে দেবের আরও একটি ছবি ‘টনিক’। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘টনিক’-এর। কিন্তু ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে শীতের ছুটি পর্যন্ত।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।