বঙ্গর আয়োজনে শুরু হলো ‘হোম উইথ’ মিউজিক শো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৭ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের মহামারী। সংক্রমিত এই ভাইরাসের প্রাদুর্ভাব ইতোমধ্যেই প্রভাব ফেলেছে সবার দৈনন্দিন জীবনে। এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার এ দেশের মানুষকে নিজ নিজ ঘরে থেকে, হোম কোয়ারেন্টাইন মেনে চলাসহ আরো নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় মানুষের বাসায় থাকার দিনগুলোকে সহজ করে তুলতে ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘বঙ্গ’ এর ওয়েবসাইটের সব সাবস্ক্রিপশন মূলক বাধ্যবাধকতা তুলে নিয়েছে।

তাই এখন বঙ্গর সব সিনেমা, নাটক, লাইভ টিভি এবং অন্যান্য বিনোদনের মাধ্যমগুলো দর্শকরা উপভোগ করতে পারছেন ফ্রিতেই। কোয়ারেন্টাইনের দিনগুলোতে দর্শকদের আরেকটু বাড়তি আনন্দ দিতে, বঙ্গ নিয়ে এলো ‘হোম উইথ’ মিউজিক শো।

এই মিউজিক্যাল শোতে পারফর্ম করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের শাফিন আহমেদ, ইন্দালো ব্যান্ডের ভোকাল জন কবির, আর্বোভাইরাস ব্যান্ডের নাফিস আল আমিন-এর মতো জনপ্রিয় সব তারকারা।

এছাড়াও দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই তালিকায় আরো থাকছেন 'শায়ান চৌধুরী অর্ণব, মিনার রহমান, বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, প্রতীক হাসান, আদিত রহমান, মিলা, জেফার রহমান, রুমেল আলী, বাবনা করিম, মাহতিম শাকিবসহ আরো অন্যান্য শিল্পীরা।

ঘরোয়া কনসার্টের আমেজে করা এই মিউজিক্যাল শো দর্শকদের কোয়ারেন্টাইন সময়ের অবসাদ দূর করতে সাহায্য করবে বলে আশা করছে বঙ্গ।

বঙ্গর প্রধান পরিচালন কর্মকর্তা ফায়েজ তাহের বলেন, ‘বর্তমান সময়ের এ মহামারী মোকাবেলার জন্য বাড়িতে থাকা অত্যন্ত জরুরি। দর্শকদের জন্য আমরা নিয়ে এলাম নতুন গানের শো। কেউ চাইলেই এখন তাদের মোবাইলে অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অথবা www.bongobd.com -এ ভিজিট করে ‘হোম উইথ’ মিউজিক শো উপভোগ করতে পারবেন একদম ফ্রিতে।’

বাংলাদেশের বিনোদন জগতে ‘বঙ্গ বিডি’র পথচলা শুরু হয় ২০১৩ সালে। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, ইউটিউব শো বিনোদনধর্মী প্রভৃতি অনুষ্ঠানের ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে ‘বঙ্গ বিডি’।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।