মায়ের কাছে ফিরছেন শ্বেতা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

স্বস্তি পেলেন অবৈধ দেহব্যবসা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। দু মাস ধরে রেসকিউ হোমে থাকা শ্বেতাকে মুম্বইয়ে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হল।

 

২৩ বছরের জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে আজই ছেড়ে দেওয়া হচ্ছে। শ্বেতার মায়ের অনুরোধ মেনে নিয়ে হায়দ্রাবাদের দায়রা আদালত এই রায় দেয়। তবে দেহব্যবসায় শ্বেতার ক্লায়েন্টরা কিন্তু বিপদে পড়তে চলেছেন। শ্বেতা কদিনের মধ্যে আদালতের কাছে জানাবেন দেহ ব্যবসায় কারা কারা জড়িত, কারাই বা এসব চক্রের মাথা, কারাই বা এত টাকা খরচ করে এইসব কাজ করেন।

 

পুলিশ সূত্রের খবর অনুযায়ী জেরার মুখে মকড়ি ছবিতে অভিনয় করে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার এই অভিনেত্রী জানিয়েছেন, সিনেমায় কোনও কাজ না পেয়েই তিনি দেহব্যবসার সঙ্গে জড়িতো হন। গত ৩ সেপ্টেম্বর হায়দরাবাদের এক হোটেল থেকে শ্বেতাকে গ্রেফতার করে পুলিশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।