দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন : গণভোট চান হান্নান শাহ
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিষয়টি নিয়ে গণভোটের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ড.পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, বাংলাদেশে জঙ্গি আছে বলে যে প্রচারণা করা হচ্ছে তা সত্য না মিথ্যা জানি না। যদি থাকতো তবে তা মোকাবেলা করতে সেনাবাহিনীকে নামাতে হতো। তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গি আছে তা হলো আওয়ামী জঙ্গি গোষ্ঠী। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় তারা এফবিআই আনলো। কিন্তু দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় তারা নীরব।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নীতি হলো প্রথমে ফাঁসি দিয়ে নেই তারপর সুবিচার করবো। আর বর্তমান বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা সর্ম্পকে সবাই জানে। তিনি বলেন, এই সরকার ভোটে যাবে না। যখনই তারা ভোটে যাবে তখনই তারা পরাজিত হবে।
তিনি আরো বলেন, ২০০৮ সালে আমি বলেছিলাম এ সরকার দ্রুত বাকশাল কায়েম করবে। সরকার গণতন্ত্র হত্যা করে নীল নকশার নির্বাচন করবে। স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় পদ্ধতিতে করার সিদ্ধান্ত হলো গণতন্ত্র হত্যার শেষ পেরেক।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, ড. মাহবুবউল্লাহ ও মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এমএম/জেডএইচ/পিআর