লিটনের আত্মসমর্পণের নির্দেশ স্থগিত আবেদনের শুনানি বুধবার


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৩ অক্টোবর ২০১৫

শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার একমাত্র আসামি সরকার দলীয় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণের নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে আবেদন করার পর তিনি জানান, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজকোর্টে এই আবেদনের শুনানি হতে পারে।

সোমবার এমপি লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আগাম জামিন আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

এফএইচ/এআরএস/এমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।