সেরা অভিনেত্রী হয়ে বাবাকে স্মরণ করলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৩০ মার্চ ২০২০

ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ বাংলা সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক সুদীপ্ত রায়ের ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে অভিনয় করে এই পুরস্কার পেয়েছেন তিনি। ক্যারিয়ারের এই দারুণ প্রাপ্তি বাবা সন্তু মুখোপাধ্যায়কে উৎসর্গ করলেন অভিনেত্রী।

২৮ মার্চ ফেসবুকে ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রী হওয়ার খবরটি জানান স্বস্তিকা। ছবিতে দিয়া চরিত্রটির জন্য তাকে মনোনীত করায় ধন্যবাদ জানিয়েছেন পরিচালক সুদীপ্তকে।

পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তার খুদে সহ-অভিনেত্রী ঋত্বিকাকে। যাকে ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে স্বস্তিকার মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল।

সম্প্রতি বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছেন স্বস্তিকা। তারপর থেকেই খানিকটা অফ মুডে রয়েছেন তিনি।।করোনা নিয়েও খুব একটা সরব দেখা যায়নি তাকে। তবে পুরস্কার পেয়ে আবেগাপ্লুত স্বস্তিকা। তার বাবার উদ্দেশ্যে উৎসর্গ করলেন সেই পুরস্কার।

গতবছর মুক্তির পর এরকম ভাল বিষয়বস্তুর একটি ছবি সেভাবে প্রেক্ষাগৃহ না পাওয়ায় ‘কিয়া অ্যান্ড কসমস’-এর প্রযোজক এবং প্রচারের দায়িত্বে যারা ছিলেন, তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বস্তিকা। কিন্তু সেই হতাশা আপাতত কেটে গেছে সমালোচকদের রায়ে।

তিনি তার ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন নেটফ্লিক্সে ছবিটি দেখার জন্য।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।