তৈরী পোশাক রপ্তানিতে নগদ আর্থিক প্রণোদনা


প্রকাশিত: ১০:৪০ এএম, ৩০ অক্টোবর ২০১৪

বস্ত্র শিল্পের তৈরী পোশাক খাতে রপ্তানির ওপর ০.২৫ শতাংশ হারে অতিরিক্ত নগদ আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইপিজেড এর বাইরে অবস্থিত শুল্ক বন্ড/ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণকারীসহ সকল তৈরী পোশাক রপ্তানিকারক এ সুবিধা পাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ তথ্য জানিয়েছে।

তথ্য মতে, ইপিজেড এর বাইরে অবস্থিত শুল্ক বন্ড/ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণকারীসহ তৈরী পোশাক রপ্তানিকারক সকল প্রতিষ্ঠান রপ্তানি মূল্যের ওপর শূন্য দশমিক ২৫ শতাংশ হারে নগদ আর্থিক প্রণোদনা পাবে। এজন্য নির্ধারিত আবেদন পত্রে তৈরি পোশাক রপ্তানিকারকদের আবেদন করতে হবে।

উল্লেখ্য, সরকার বিভিন্ন খাতে ব্যবসায়ীদের উৎসাহ এবং রপ্তানি পরিবেশ বজায় রাখার জন্য বাৎসরিক রপ্তানি মূল্যের ওপর নগদ  প্র্রণোদনা দিয়ে থাকে। এবার পোশাক খাতের জন্য এই হার ঘোষণা করা হল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।