শুভ জন্মদিন মৌসুমী


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১২ অক্টোবর ২০১৫

লাক্স-চ্যানেল আই সুপারস্টার রানার্সআপ হিসেবে ২০১০ সালে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। তারপর থেকে মেধা আর যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। প্রতিষ্ঠিত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে।

আজ এই তরুণ তারকার জন্মদিন।

বরারবরের মতোই এবারেও দারুণ উপভোগ করছেন মৌসুমী নিজের জন্মদিনটি। শুটিং করতে রয়েছেন পুবাইলে। ফোনালাপে জানালেন, বিশেষ দিনের উপহার হিসেবে এবার পেয়েছেন পলাশ ফুলের নোলক। উপহারটি আমার বেশ পছন্দই হয়েছে। আনকমন এই উপহারটি তাকে দিয়েছেন নাট্যনির্মাতা সঞ্জীব চৌধুরী। এই নির্মাতারই নতুন ধারবাহিক ‘পলাশ ফুলের নোলক’- এ কাজ করছেনে মৌসুমী।

নিজের জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন সবসময়ই স্পেশাল। অনেকে ফোনে শুভেচ্ছা জানান- খুব ভালো লাগে। বেশিরভাগ সময় এই দিনটি কাটাতে হয় শুটিং করে। এবারও হয়েছে তাই। পুবাইলে চলছে সঞ্জীব চৌধুরীর ‘পলাশ ফুলের নোলক’ নাটকের পুবাইলে শুটিং। সারাদিন এখানেই কাটবে।’

এছাড়া রাত বারোটার পরেই কাছের বন্ধুদের নিয়ে এক পর্ব বার্থডে পার্টি হয়ে গেছে মৌসুমী।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন মৌসুমী। স্থানীয় স্কুল, কলেজে এইচএসসি শেষ করে খুলনার আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজে স্নাতক করেছেন।

মৌসুমী প্রথম অভিনয় করেন খালিদ মাহমুদ মিঠুর ‘বাংলা আমার মাতৃভাষা’ নামের খন্ড নাটকে। তবে তার প্রথম প্রচারিত নাটক মোস্তফা কামাল রাজের ‘বিয়োগ ফল’। ২০১২ সালটাকেই বলা চলে তার সর্বোচ্চ সফলতার বছর। কারণ, এই বছরে এসে বেশ কয়েকটি চ্যানেলের ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আবার কলকাতামুখীও হয়েছিলেন তিনি। দুই বাংলার ধারাবাহিক নাটক ‘রোশনী’র নাম ভূমিকায় অভিনয় করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

এরপর কাজ করেছেন ‘নূরজাহান’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘জলছবি এবং ‘ডেড এন্ড’র মতো জনপ্রিয় সব ধারবাহিকে।

এই সময়ে এসে ছোট পর্দার পাশাপাশি বাজিমাত করেছেন চলচ্চিত্রের রুপালি আঙিনাও। চলতি বছরেই মুক্তি পেয়েছে মৌসুমীর তিনটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র। প্রথমটি ছিলো মুভি প্ল্যানেটের ব্যানারে সাফিউদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’। এখানে তিনি সাইমনের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এরপর মুক্তি পায় বছরের আলোচিত ছবি ‘জালালের গল্প’। আবু শাহেদ ইমনের এই ছবিটাতে তিনি কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে। ছবিটি এ বছরে বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কারের জন্য লড়বে।

এরপর মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। এখানে মৌসুমী আনিসুর রহমান মিলনের বিপরীতে কাজ করেছেন।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ও ‘হডসনের বন্দুক’ ছবি দুটি। এছাড়া সম্প্রতি আরো বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

পাশাপাশি নিয়মিতই কাজ করছেন নাটক-টেলিছবিতে। সর্বশেশ যোগ হয়েছেন বিবিসি মিডিয়া প্রযোজিত স্বাস্থ্য সচেতনতার ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’তে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।