ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৫:১১ পিএম, ১১ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে থ্রি হুইলার বা তিন চাকার যানবাহন চলাচল বন্ধসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে। জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জাগো নিউজকে বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমারা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করছে না। তাই কোনো প্রতিকার না পেয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম সড়কে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে। এতে করে চরম ভোগান্তির শিকার হবেন সাধারণ যাত্রীরা।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।