করোনায় ১০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২১ মার্চ ২০২০

বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি করোনার প্রভাবে বেকার হয়ে পড়া চলচ্চিত্র কর্মীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) নেটফ্লিক্সের চিফ কন্টেন্ট অফিসার টেড সারানডোস এক লিখিত বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে এবিসি নিউজ।

এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, নেটফ্লিক্সের এই অর্থ বেশির ভাগ ব্যায় করা হবে নিম্ন আয়ের শিল্পী ও প্রোডাকশন কর্মীদের জন্য। যাদের অনেকেই পারিশ্রমিক পেতেন ঘণ্টার হিসেবে বা প্রজেক্ট হিসাবে কাজ করে।
এর বাইরে প্রায় ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে যারা কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন। এসব কর্মীদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ হিসেবে এই অর্থ ব্যয় হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে যাত্রা করে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। বর্তমানে এটি বিশ্বের অন্যতম প্রধান একটি বিনোদন মাধ্যম।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।