করোনায় পেছাল সিয়াম-পরীর বিশ্বসুন্দরীর মুক্তি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ সিয়াম আহমেদ ও পরীমনি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটিতে। আগামী ২৭ মার্চ ছবিটির মুক্তির ঘোষণা দেয় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেলো ছবিটির মুক্তির তারিখ।
ছবিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি ২৭ মার্চ মুক্তি দেওয়া হচ্ছে না। দেশের সিনেপ্লক্স ও সিনেমাহলগুলো বন্ধ থাকায় চলচ্চিত্রের মুক্তির তারিখটি পরিবর্তন করতে হচ্ছে। করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শিগগিরই জানানো হবে ছবিটির নতুন মুক্তির তারিখ।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এর বিভিন্ন চরিত্রে সিয়াম-পরীর পাশাপাশি অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে। ছবিটি বানিয়েছেন চয়নিকা চৌধুরী।
এরইমধ্যে করোনাভাইরাসকে বিশ্ববাসীর জন্য মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বাংলাদেশেও তিনজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। স্বভাবতই ছড়িয়ে পড়েছে ভয়। সরকারিভাবে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এদিকে অবশ্য ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি ১৩ মার্চ মুক্তির ঘোষণা থাকলেও সেই তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। পিছিয়েছে আজ ২০ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের ছবিটিরও মুক্তি।
এমএবি/এমএস