ইরানী মুক্তি পাচ্ছে প্রথম হরর চলচ্চিত্র


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ৩০ অক্টোবর ২০১৪

আন্তর্জাতিক বাজারে নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ইরানি চলচ্চিত্র ‘এ গার্ল ওয়াকস হোম অ্যালোন অ্যাট নাইট’। ছবিটির নির্মাতার দাবি এটি ইরানের প্রথম ভ্যাম্পায়ার মুভি। ইতোমধ্যে ছবিটি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে।

হরর ঘরানার ছবিটি পরিচালনা করেছেন অ্যানা লিলি আমিরপোর ও প্রযোজনা করেছেন এলিজা উড। কাহিনী আবর্তিত হয়েছে ইরানের এক কাল্পনিক শহরকে কেন্দ্র করে। জনশূন্য এ শহরে থাকে ভ্যাম্পায়াররূপী এক কিশোরী। এ চরিত্রে অভিনয় করেছেন শেইলা ভন্ড। মৃত্যু, একাকীত্ব ও ভয় নানান ধরনের বিষয় উঠে এসেছে ছবিটিতে। হয়ে উঠেছে প্রচলিত ভ্যাম্পায়ার মুভির চেয়ে আলাদা কিছু।

‘এ গার্ল ওয়াকস হোম অ্যালোন অ্যাট নাইট’ সালড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪ এর আসরে ‘নেক্সট’ প্রোগ্রামে প্রদর্শিত হয়। সেখানে ও অন্য কিছু উৎসবে ছবিটি প্রশংসিত হয়েছে। অন্যদিকে ছবিটির প্রথম ট্রেলারও দর্শকরা বেশ পছন্দ করেছে। বলা হচ্ছে ছবিটির নির্মাণশৈলীতে আমেরিকার অনেক খ্যাতনামা পরিচালকের কাজের ছাপ রয়েছে। এর মধ্যে আছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা ও ডেভিড লিঞ্চ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।