বঙ্গবন্ধুর জন্মদিনে অসমাপ্ত জীবনী থেকে নিশিতার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৭ মার্চ ২০২০

সাড়ে সাত কোটি সন্তান নিয়ে, দেশটাই যেনো তার বাড়ি, প্রতিটা বাঙালি পরিচিত খুব, ঠিক যেনো হাসু আর কামাল তারই, হৃতপিণ্ড তার বদ্বীপের আঁকা, বুক জুড়ে মাখা ছিলো এ মাটির ঘ্রাণ, রবীন্দ্রমানষে গড়া তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিববর্ষ উপলক্ষে এমনই কথার এক গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া।

গানটির শিরোনাম ‘অসমাপ্ত জীবনী থেকে’। রাফিউজ্জামান রাফির লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সোমবার রাত ১২ টায় মুজিব বর্ষের শুরুতেই নিশিতা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটি।

এই গান নিয়ে সুমন কল্যাণ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে অনেকগুলো গান তৈরি করার সুযোগ হয়েছে। এই গানগুলোর মধ্যে একটি গান হলো ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে’। আজ একটি বিশেষ দিন। এই দিনে জন্ম নিয়েছিলেন সবার প্রিয় মানুষটি। যিনি একটি দেশ উপহার দিয়ে গেছেন আমাদের। তার জন্মদিনে গানে গানে তাকে শ্রদ্ধা জানাতে পেয়ে অনেক ভালো লাগছে।’

গানটি নিয়ে নিশিতা বড়ুয়া বলেন, ‘আমরা সবাই বঙ্গবন্ধুকে অনেক বেশি ভালোবাসি। আমাদের বাংলাদেশটা তার কারণেই আমরা পেয়েছি। মুজিববর্ষ উপলক্ষে সবাই গান ও সুরের মাধ্যমে সম্মান জানানোর চেষ্টা করছে। আমি অনেকগুলো গান পেয়েছিলাম। এই গানটি আমার অনেক ভালো লেগেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

গানটির ভিডিওতে বঙ্গবন্ধুর বেশ কিছু পোট্রেট ব্যবহার করা হয়েছে। এই ছবিগুলো এঁকেছেন সাইদুল ইসলাম।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।