বাংলাদেশে আসছেন না দেব, বন্ধ কমান্ডো সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১৪ মার্চ ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। মানুষের পাশাপাশি এ ভাইরাস আক্রান্ত করেছে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ। আর এ ভাইরাসে এবার থাইল্যান্ডে শুটিং বাতিল হলো কলকাতার নায়ক দেবের।

এদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিলো এ অভিনেতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। সেই আনন্দেও থাবা বসাল করোনা।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেব জানালেন, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না।

এদিকে, করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হলো আইপিএল। স্থগিত করা হয়েছে ইউরোপীয় ফুটবলের লীগের ফিক্সচার।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।