বাঙালি কন্যার প্রেমে ব্রেট লি


প্রকাশিত: ০১:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বাঙালি কন্যার প্রেমে পড়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি। চমক জাগানিয়া এই খবরই জানিয়েছে সিডনির একটি দৈনিক পত্রিকা।

জানা গেছে, সম্প্রতি ক্রিকেট ছেড়ে ছবিতে অভিনয় শুরু করেছেন ব্রেট লি। তাও আবার হলিউড নয়, পা রাখতে যাচ্ছেন বলিউডের রূপালী পর্দায়। আর সেখানেই ঘটনার সূত্রপাত। আনইন্ডিয়ান নামে একটি বলিউডি সিনেমায় অভিনয় করছেন ব্রেট লি। ছবিটিতে নায়িকার চরিত্রে আছেন কোলকাতার মেয়ে তানিশা মুখার্জী। ছবির শুটিং করতে গিয়ে সিডনি সমুদ্র সৈকতে বাঙালি মেয়ে তানিশা মুখার্জির প্রেমে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্রেট লি।

এ গুঞ্জন আরো জোরালো হয় পরিচালক অনুপম শর্মা লি ও তানিশাকে একসাথে সময় কাটিয়ে নিজেদের বুঝে নিতে বলায়।

উল্লেখ্য, বর্তমানে দুই জগতের দুই তারকা ছবির শুটিংয়ের জন্য সিডনিতে রয়েছেন। আর সেখানেই বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাদের। ২০০৬ সালে তানিশাকে টালিউড সিনেমা ‘বিবর’এ একটি সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।