আওলাদ হোসেনের স্মরণে বাচসাস


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১০ অক্টোবর ২০১৫

প্রথিতযশা চলচ্চিত্র সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শুক্রবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাচসাসের সভাপতি আব্দুর রহমান, প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হারুন অর রশিদ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, পরিচালক-প্রযোজক মোহাম্মদ হোসেন জেমী, প্রযোজক খোরশেদুল আলম খসরু, চিত্র নায়ক ওমর সানি, অমিত হাসান, সম্রাট, জায়েদ খান, চিত্রনায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী আসিফ আকবর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলো প্রয়াত আওলাদ হোসেন ছোট কন্যা অপরাজিতা।

স্মরণসভার শুরুতেই শ্রদ্ধাভরে আওদাল হোসেনের জন্যে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

স্মরণসভায় বিশিষ্টজনরা আওলাদ হোসকে নিয়ে স্মৃতিচারণ করেনে। এসময় অভিনেতা ওমর সানি তার বক্তব্যে বলেন, ‘আওলাদ ভাইকে নিয়ে কথা বলতে দেয়া হলে ১৫ ঘণ্টায়ও শেষ করা যাবে না। শুধু এটুকু বলবো আওলাদ ভাই একজন ভাল মানুষ ছিলেন। আজকে আমাদের যারা সবচেয়ে সুখি দম্পতি বলেন তার অনেক অবদান আওলাদ ভাইয়ের জন্য। সেই আওলাদ ভাই চলে গেছেন এটা ভাবতে কষ্ট হয়।’

এছাড়া আওলাদ হোসেনকে নিয়ে আরো স্মৃতিচারণ করেন তার গুরু হারুন অর রশিদ. তার প্রিয় নির্মাতা-প্রযোজক-সহকর্মীরা।

এসময় প্রত্যেকে আওলাদ হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দান করার জন্য আশ্বাস দেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ২ অক্টোবর মধ্যরাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ আওলাদ হোসেনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেখানেই তিনি না ফেরার দেশে চলে যান।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।