বাংলাদেশ-চীন সম্পর্কের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী এবং গণপ্রজাতন্ত্রী চীনের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত বিসিএফএ’র এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ঢাকায় নিযুক্ত নতুন চীনা রাষ্ট্রদূতকে সংবর্ধনা দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক এ রহিম, ভাইস প্রেসিডেন্ট ইসতিয়াক আহমেদ চৌধুরী, মওলানা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলু, আনজুম আরা, শিউলি সাঈদ, আজিজুল ইসলাম বাচ্চু এবং রকিবুল ইসলাম রানা।

বিসিএফএ’র ভারপ্রাপ্ত সভাপতি শুভেচ্ছা বক্তব্যে দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।