অভিনেতা মাজনুন মিজান এখন পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ এএম, ০১ মার্চ ২০২০

অ‌ভিনয়ের পাশাপা‌শি সমান তা‌লে ন‌াটক প‌রিচালনা ক‌রে এমন অ‌ভি‌নেতা আ‌ছেন অ‌নে‌কেই। এবার সেই তা‌লিকায় নাম লেখা‌লেন মাজনুন মিজান। দীর্ঘ ২০ বছর ধ‌রে অভিনয় ক‌রে চ‌লে‌ছেন তি‌নি। নাটকের পাশাপাশি সি‌নেমা‌তেও দেখা যায় তা‌কে।

নতুন খবর হ‌লো এবার প‌রিচালক হি‌সে‌বে অ‌ভি‌ষেক হ‌তে যা‌চ্ছে তার। ঈদের জন্য ‘আমলকি’ শিরোনামের একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন মাজনুন মিজান। সম্প্র‌তি নোয়াখালীর বিভিন্ন এলাকায় টেলিফিল্মটির শু‌টিং হ‌য়ে‌ছে।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, দীপা খন্দকার, ফারাজানা ছবি প্রমুখ।

মাজনুন মিজান বলেন, ‘আমরা এখন অনেক দিক থেকে খারাপ সময় পার করছি। নির্মা‌ণে আসার ই‌চ্ছেটা অ‌নেক আ‌গের। নাটক দি‌য়ে অ‌নেক কিছু বলা সম্ভব। সচেতনা বৃদ্ধির জন্য আমি প্রথম নির্মাণে এসেছি। আমার ম‌নের কথাগু‌লো আ‌মি আমার নাট‌কে বল‌কতে চাই। আমার প্রথম নির্মাণে আমি আমার টিমের প্রতি কৃতঞ্জ। বিশেষ করে সালাউদ্দিন লাভলু ও আবুল হায়াত আমাকে অ‌নেক সহযোগিতা করেছেন।’

এই টেলিফিল্মের পাশাপাশি একটি শিক্ষামূলক এবি নির্মাণ করেন মাজনুন মিজান। যেখানে অভিনয় করেছেন আবুল হায়াত।

এমএ‌বি/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।