নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আহবান ইইউ’র


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ পুনর্বিবেচনার আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার সংস্থার ঢাকাস্থ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন সব সময় ফাঁসির রায়ের বিপক্ষে। সেই সঙ্গে তারা বিশ্বজনীন এ দণ্ডের বিলোপ চায়।

উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

বিচারে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। ৮টি মধ্যে ২, ৪, ৬ ও ১৬নং অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।