নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আহবান ইইউ’র
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ পুনর্বিবেচনার আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার সংস্থার ঢাকাস্থ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন সব সময় ফাঁসির রায়ের বিপক্ষে। সেই সঙ্গে তারা বিশ্বজনীন এ দণ্ডের বিলোপ চায়।
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
বিচারে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। ৮টি মধ্যে ২, ৪, ৬ ও ১৬নং অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।