সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৮ বিদেশিকে প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৮ বিদেশিকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেনের একটি কোম্পানি। পিডিবির তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জে ইজিসিবির ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন `স্পেনের আইসোল্যাক্স` নামের একটি কোম্পানির মাধ্যমে কর্মরত ছিলেন এসব বিদেশি। বৃহস্পতিবার পিডিবির একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নে কর্মরত স্পেনের ওই কোম্পানি গত ৫ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি অবহিত করে উদ্বেগ প্রকাশ করে। বুধবার তারা এসব কেন্দ্রে কর্মরত কর্মীদের প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরপরই ৩৮ জন বিদেশি নাগরিককে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয় আইসোল্যাক্স।

এ বিষয়ে জানতে ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরে তার ব্যক্তিগত সহকারী গিয়াস উদ্দিন জানান, বিদেশি কর্মীরা কয়েক দিনের জন্য ছুটিতে গেছেন। তবে তিনি গণমাধ্যমের কাছে বিদেশি কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করেন।

পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে পিডিবির বিদ্যুৎকেন্দ্রে বিদেশিকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন। তবে কেনো প্রত্যাহারের করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

হোসেন চিশতী সিপলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।