পৃথ্বীরাজকে উৎসর্গ করে ‘স্বপ্ন বিলিয়ে যাই’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

কানাডা প্রবাসী তমাল শিশু অধিকার নিয়ে গবেষণার কাজে দেশে এসেছেন। পুরান ঢাকার অলি-গলিতে স্বপ্নফেরি করে বেড়ান তিনি। ঘুরতে ঘুরতে তার পরিচয় হয় বিভার সাথে। শিশুদের মতো বিভাও স্বপ্ন দেখে। তবে বাধা হয়ে দাঁড়ায় পুঁজিপতি মাহমুদ।

এভাবেই পুঁজি ও পেশী শক্তির বিরুদ্ধে ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে যায় তমাল-বিভা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছেন নাটক ‘স্বপ্ন বিলিয়ে যাই’। আর এই নাটকটি উৎসর্গ করা হয়েছে অকালে ঝরে যাওয়া মেধাবী সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজকে।

নাটটিতে বিভিন্ন চরিত্রে মনোজ প্রামাণিক, আজমেরি আশা, মাজনুন মিজান, মুশফিক ফারহান অভিনয় করেছেন। নাটকে ‘একি ঘোর’ শিরোনামের গানের সঙ্গীত পরিচালনা করেন প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী। তিনি বলেন, ‘একি ঘোর’ আমার লেখা প্রথম গান। আমি গানটিতে যে ধরণের মিউজিক্যাল মোটিফ চেয়েছিলাম পৃথ্বী তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। নাটক ছাড়াও আমার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও সে সঙ্গীত করেছে। এভাবে তার অসময়ে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। এ নাটকটি পৃথ্বীরাজকেই উৎসর্গ করছি’।

নির্মাতা জানান, শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।