চট্টগ্রামে মেঘমল্লার প্রদর্শনী
জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে শিল্প নগরী চট্টগ্রামে। শুক্র ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও মেঘমল্লার চলচ্চিত্রের পরিবেশনা সংস্থা বেঙ্গল ক্রিয়েশন্স লিমিটেড যৌথভাবে থিয়েটার ইনস্টটিউট চট্টগ্রামে দুই দিনে ছবিটির ৮টি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর সময় ১১টা, ৩টা, ৫টা ও ৭টা।
বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদান ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবিটি এরই মধ্যে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কানাডার ‘৪০ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ‘ডিসকভারি দি ফিউচার অব ওর্য়াল্ড সিনেমা’ বিভাগে।
এ ছাড়াও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্প্রতি আমন্ত্রিত হয়েছে চলচ্চিত্রটি।
আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প ‘রেইনকোট’র ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেঘমল্লার’। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও শহীদুজ্জামান সেলিম।
এলএ