সিনেমার জনপ্রিয় ৮ গানে নাচলেন নর্থ সাউথের শিক্ষার্থীরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০

নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে এন্ড ড্রামা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।

উৎসব শুরুর আগ মূহূর্তে নর্থ সাউথের ইউনিভার্সিটির প্লাজা এরিয়ায় একটি মনোমুগ্ধকর ফ্লাসমব উপস্থাপন করলো ক্লাবটি। ফ্লাসমবে বাংলা চলচ্চিত্রের দর্শক হৃদয় ছুঁয়ে যাওয়া ৮টি গানের সঙ্গে নাচ করেন শিক্ষার্থীরা। সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছে।

আয়োজকরা মনে করছেন, ক্যাম্পাসের সমস্ত দর্শকের মনে তারা এই আয়োজনের মাধ্যমে আবারও বাংলা চলচ্চিত্রের সেই সোনালী দিনে কিছুসময়ের জন্য হলেও নিয়ে যেতে পেরেছে।

সেখানে ‘বেদের মেয়ে জোস্না’, ‘আকাশেতে লক্ষ তারা’, ‘সব সখীরে পার করিতে নেবো আনা আনা’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম’, ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘চুমকী চলেছে একা পথে’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘দুঃখটাকে দিলাম ছুটি’, ‘লাগ ভেলকি আয়নাবাজির ভেলকি লাগ’ গানগুলোর সঙ্গে নাচে অংশ নেন নর্থ সাউথের শিক্ষার্থীরা।

এর আগে ২০ জানুয়ারি থেকে শুরু হয় দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মাণ করা শর্ট ফিল্ম জমা নেওয়ার কাজ। সেখানে ২০টি দেশ থেকে ২০০ এর বেশি শর্ট ফিল্ম জমা পড়েছে।

এবারের আয়োজনে ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, সেমিনারের পাশাপাশি থাকছে অভিনয় শিল্পী দের সাথে চলচ্চিত্র আড্ডা। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৩ মার্চ এই উৎসবের পর্দা নামার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত থাকবেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির এই শর্ট ফিল্ম ফেস্টিভালের যাত্রা শুরু হয় ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শর্ট ফিল্ম ফেস্টিভাল হিসেবে। যা ২০১৫ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভালে রূপ নেয়।

দেখুন ফ্লাসমভের ভিডিওটি :

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।