নভেম্বরে হবে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

শুদ্ধ সংগীতের শ্রোতাদের মনের খোরাক মিটাতে চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। বৈঠকি ঢঙের এই আয়োজনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারবাহিকতায় এবারেও নভেম্বরে অনুষ্ঠিত হবে অপূর্ব সুর-লহরীর এই উৎসব।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। প্রতিবারের ন্যায় এবারের দেশ-বিদেশের গুণী শিল্পীদের পরিবেশনা থাকবে পাঁচ দিনের এই আয়োজনে।

Bengal

আয়োজকরা জানান, আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে শিল্পী তালিকাও।

এদিকে অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে এবারও শ্রোতারা বিনামুল্যে উৎসব উপভোগ করতে পারবেন। এর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।  

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।