সন্তান হত্যা মামলায় মায়ের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

বগুড়ার ধুনট উপজেলায় শিশু সন্তানকে কামড়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় মা ফাহিমা আকতারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানা পুলিশের এসআই নন্দিতা সরকার বগুড়া আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

থানা পুলিশ জানায়, ধুনট উপজেলার নিমগাছি গ্রামের দিনমজুর জনাব আলীর মেয়ে ফাহিমা আকতারের সঙ্গে তিন বছর আগে একই এলাকার ঘুঘরাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভাব-অনটনের কারণে পরবর্তী সময়ে ফাহিমা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে বছর খানেক আগে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে ছয় মাস আগে ফাহিমা তার সন্তান সুলতানা খাতুনকে (৮ মাস) নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। সেখানে তিনি পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

চলতি বছরের ২৯ মার্চ ফাহিমা আকতার তার শিশু সন্তানকে নিয়ে নিমগাছি গ্রামে এক নিকট আত্মীয় ভ্যানচালক পলাশ মিয়ার বাড়িতে বেড়াতে যান। সেখানে রাত যাপন করেন। গৃহকর্তা পলাশ মিয়া সকালের দিকে ফাহিমা আকতারের ঘরে ঢুকে দেখেন, বিছানার ওপর সুলতানার মৃতদেহ পড়ে আছে। কিন্তুু ফাহিমা ঘরে নেই।

পরিবারের লোকজন তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে নিমগাছি বাঙালি নদীর সেতুর উপর থেকে ফাহিমাকে আটক করে ধুনট থানায় সোপর্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিমা সুলতানা হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় জনাব আলী বাদী হয়ে ফাহিমার বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে ফাহিমা আকতার বগুড়ায় কারাবন্দি জীবনযাপন করছেন।

ধুনট থানা পুলিশের এসআই নন্দিতা সরকার বলেন, মামলা তদন্তকালে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় ফাহিমা আকতারের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

লিমন বাসার/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।