শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু সিনেমায় ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলেছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

বলিউডের ৮৩ বছরের এই প্রবীণ পরিচালক এরই মধ্যে মাঠে নেমেছেন। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই। এ সংক্রান্ত কাজ, শুটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল।

জানা গেছে, বঙ্গবন্ধুর এই বায়োপিকে খন্দকার মোস্তাকের চরিত্রে অভিনয় করবেন ছোটপর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। বর্তমানে সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘মূল বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এটার নির্মাণ করছেন বিখ্যাক চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি পাবে। এটা বিশাল একটা ঐতিহাসিক ব্যাপার। এমন একটা ছবিতে যে আমি অভিনেতা হিসেবে থাকতে পারবো এটা আমার জন্য সৌভাগ্যের। আমার সারাজীবন অভিনয় করে যতদূর এসেছি, যদি বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় করতে পারি সেটা হবে জীবনের বড় একটা প্রাপ্তি।’

ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘ইতিহাসের সঙ্গে থাকতে পারাটা অনেক বড় পাওয়া। চরিত্রটি নিয়ে এখন বিস্তারিত বলতে পারছি না। অফিসিয়ালি জানার খন্দকার মোস্তাক, আব্বাস উদ্দিন, আবুল হাশেম তিনটি চরিত্রের যে কোনো একটি হতে পারে। অফিসিয়ালি ঘোষণা আসার আগে আসলে বলতে পারছি না। কয়েক দিন আগে পোশাকের মাপ দিয়ে এসেছি।’

তাহলে তো কোন চরিত্রে অভিনয় করছেন এটা চূড়ান্ত হয়েই গেছে? শোনা যাচ্ছে আপনি খন্দকার মোস্তাকের চরিত্রটিতে অভিনয় করবেন। এই তথ্য কী সঠিক? উত্তরে হাসতে হাসতে ফজলুর রহমান বাবু বললেন, ‘এটা চিঠি হাতে পাওয়ার পরেই বলি!’

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।