সাড়া জাগানো অভিনেত্রী শেফালি আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

না ফেরার দেশে চলে গেলে ভারতের সাড়া জাগানো ডান্সার ও অভিনেত্রী শেফালি। বুধবার ভোর ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। শেফালি ছিলেন ভারতের প্রথম বাঙালি ‘ক্যাবারে ডান্সার’।

অনেক নাটক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) এবং ‘সীমাবদ্ধ’ (১৯৭১) সিনেমায়। ‘বহ্নিশিখা’ (১৯৭৬), ‘পেন্নাম কলকাতা’ (১৯৯২)-র মতো সিনেমাতেও দেখা মিলেছে তার।

ষাটের দশকে, কলকাতা কাঁপাতেন ‘কুইন অফ ক্যাবারে’ খ্যাত মিস শেফালি। মঞ্চ থেকে সিনেমার পর্দা ক্যাবারের জগতের প্রিয়মুখ ছিলেন তিনি।

জানা গেছে, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শেফালি। কিডনির রোগে ভুগছিলেন তিনি। কিছু দিন আগেই শারিরীক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেফালিকে। বাড়ি এসে সুস্থই ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই বুধবার সকালে ৮০ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন আরতি দাস ওরফে মিস শেফালি।

শেষ জীবনটা ভীষণ অর্থের অভাবে কেটেছে তার। ভালোমতো নিজের চিকিৎসাও করাতে পারেননি। এমনটাই বলেছে তার কাছের মানুষেরা।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।