ভবন ধসে চাপা পড়লেন নিশো-মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

রানা প্লাজার নাম শুনলেই আঁৎকে ওঠে বুক। হাজার হাজার মানুষের মৃত্যু নিয়ে ধসে পড়েছিল সাভারের সেই ভবন। আহত হয়েছিলেন প্রচুর। তাদের প্রায় সবাই ছিলেন গার্মেন্ট শ্রমিক। সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছিলো একটি সিনেমা। যেখানে সাইমন সাদিক ও পরীমনি জুটি হয়ে অভিনয় করেন। কিন্তু ছবিটি আলোর মুখ দেখেনি।

একই রকম প্রেক্ষাপটে এবার নির্মিত হলো বিশেষ নাটক ‘শিফ্ট’। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

ভালোবাসা দিবসের এই নাটকটি আফরান নিশোর গল্প ভাবনায় রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এর গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রী দুজনই একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেন। দুজনের আয়ে যা পায় সেটা দিয়েই চলে তাদের সংসার। গরীব হলেও তাদের কোন চাওয়া পাওয়া নেই।

বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন তারা। হঠাৎ করে কর্মরত অবস্থায় সেই ফ্যাক্টরির বিল্ডিং ধ্বসে পড়ে। বিল্ডিংয়ে ফাটল থাকায় একটা সময় সেটা ধ্বসে পড়ে প্রাণ যায় অনেকের। এখানেই শেষ নয়, সেখান থেকে শুরু হয় নতুন এক গল্প।

নির্মাতা জানান, ‘গল্পের সাথে সামঞ্জস্য রেখে কিছু দৃশ্য ক্যামেরায় তুলে আনা অনেক কঠিন ছিল। যেমন নিশো-মেহজাবীনের চোখে-মুখে রক্ত, আর শরীরের উপর বিল্ডিং ভেঙে পড়ার রড ও ইট। খুব কঠিন ছিলো এই দৃশ্যগুলো। মেহজাবীন ও নিশো দুজন দুজনের জায়গা থেকে দারুণ সাপোর্ট দিয়েছেন। আশা করি ভালোবাসা দিবসে দর্শক অন্যরকম ভালোবাসার একটি নাটক দেখবে।’

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ফয়সাল আজাদ এর প্রযোজনায় নির্মিত এই নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোন এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।