মীর সাব্বিরের সিনেমায় ঐশীর নায়ক তানভীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটক পরিচালনাতেও সিদ্ধহস্ত তিনি। এরইমধ্যে দর্শকপ্রিয় নাটক বানিয়ে তার প্রমাণ দিয়েছেন। খুব শিগগিরই এবার চলচ্চিত্র পরিচালক মীর সাব্বিরেরও অভিষেক ঘটবে। সেই অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।

২০১৮-১৯ অর্থবছরে অনুদান পেয়েছে আটটি চলচ্চিত্র। এরমধ্যে ‘রাত জাগা ফুল’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। গেল ডিসেম্বর থেকেই চলছে সিনেমাটির শুটিং।

ছবিটিতে জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনয় করার খবর জানা গেলেও গোপন ছিলো নায়কের নাম। আজ রোববার, ২ ফেব্রুয়ারি একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে ‘রাত জাগা ফুল’ সিনেমার নায়ক আবু হুরায়রা তানভীর। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দিয়ে এরইমধ্যে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। ‘রাত জাগা ফুল’ হতে যাচ্ছে তার দ্বিতীয় চলচ্চিত্র।

জানা গেছে, এরইমধ্যে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন তানভীর। কাজ করেছেন বেশ কিছুদিন।

এই বিষয়ে নিশ্চিত হতে নির্মাতা মীর সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক আত্মীয়ের মৃত্যুতে ব্যস্ত রয়েছেন বলে জানান।

অন্যদিকে তানভীর বলেন, ‘সময় হলে সব নিজেই জানাবেন পরিচালক মীর সাব্বির ভাই। আমার এ বিষয়ে কিছু বলার নেই।’

গেল ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হয়। পূবাইল, কালিয়াকৈর, বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। এরইমধ্যে ছবিটির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ শেষ।

‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সেইসাথে এই ছবির একাধিক গানও লিখেছেন তিনি।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।