বিশেষ দর্শকদের গানে মাতালো ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’
গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে বসেই গান-বাজনা করেন তিনি। তবে বিশেষ কনসার্ট বা অনুষ্ঠানে অংশ নিতে দেশে আসেন মাঝে মধ্যেই।
এখন শীতকাল। শীতের মৌসুম। কনসার্ট হচ্ছে চারদিকে। এই শীতে ফুয়াদ ঢাকাতেই আছেন। সোমবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) স্টার মেলা শীর্ষক জমকালো উৎসব মাতিয়েছে জনপ্রিয় ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’। ফুয়াদের সঙ্গে এই কনসার্টে ছিলেন এলিটা করিম। বেশকিছু শ্রোতাপ্রিয় গান শুনিয়েছেন তারা।
একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে ফুয়াদ ও এলিটা শ্রোতাদের মাতিয়ে রাখেন। মজার ব্যাপার হলো- এই অনুষ্ঠানটি ছিল একঝাঁক বিশেষ মানুষের জন্য। গ্রামীণফোন আয়োজিত অনুষ্ঠানটি উপভোগ করেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।
‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’- এর গান ছাড়াও এ আয়োজনে ছিল ম্যাজিক শো, পুতুল নাচ, এলইডি লাইট শোসহ একাধিক অংশগ্রহণমূলক খেলা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব অপারেশনস সাজ্জাদ হাসিব, গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফর্মেশন অফিসার কাজী মাহবুব হাসান প্রমুখ।
এমএবি/জেডএ/এমএস