শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানে দরপতন


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৫ অক্টোবর ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান। তবে দুই স্টক এক্সচেঞ্জেই দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬ টির দর বেড়েছে, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইর শরীয়া সূচক ডিএসইএস দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি। গত কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪২ পয়েন্ট, সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।  সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৮১ লাখ টাকা।

এসআই/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।