বছর শেষেই আসছে তানহার ধুমকেতু


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৫ অক্টোবর ২০১৫
ছবি - শিথিল রহমান

চলতি বছরের শেষদিকেই মুক্তি পাবে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ তানহা তাসনিয়া অভিনীত ‘ধুমকেতু’ ছবিটি। এতে তানহার বিপরীতে রয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান।

ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এ ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, পরীমনি, আলীরাজ, দিতি, রেবেকা প্রমুখ। ধুমকেতুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা।

ছবিটি প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি কিন্তু শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। সবমিলিয়ে বলবো অনেক গুছিয়ে কাজ করেছি এই ছবিতে। আমার বিশ্বাস গল্পে-নাচে-গানে সবার কাছে উপভোগ্য হবে ধুমকেতু ছবিটি।’

Tanha

নির্মাতা শফিক হাসান জাগো নিউজকে বলেন, ‘ধুমকেতু ছবির শুটিং প্রায় শেষ। বাকি আছে শুধুমাত্র কয়েকটি গান এবং ডাবিংয়ের কাজ। তবে খুব শিগগিরই বাকি কাজগুলো শেষ করব। এ বছরের শেষ দিকেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’

এদিকে তানহা অভিনীত `ভোলা যায় না তারে’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও সাময়িক কিছু কারণে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন ছবিটির পরিচালক। ছবিতে তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

Tanha 2
জানা গেছে, মুন্নি প্রোডাকশন প্রযোজিত ধুমকেতু ছবিতে একটি আইটেম গানসহ মোট গান থাকবে ছয়টি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ওপারের জোজো।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।