মিনায় নিহত আইয়ুব হোসেনের পরিবারে চলছে মাতম
সৌদি আরবে হজ করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহাটি এলাকার আইয়ুব হোসেন মন্ডল (৬৫) নামে এক হাজি নিহত হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র মেয়েসহ আত্মীয়-স্বজনদের মাঝে চলছে কান্নার রোল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব হোসেন মন্ডল ও তার স্ত্রী মোছা. মাহমুদা বেগম সর্বশেষ হজ ফ্লাইটে ২০ সেপ্টেম্বর হজ করতে যান। ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শেষে ক্যাম্পে ফেরার পথে দলছুট হন। ওই দিনের ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী এক আত্মীয় আইয়ুব হোসেনের মরদেহের একটি ছবি পাঠায় তার পরিবারের কাছে। ওই ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করেন।
নিহতের ভাতিজা পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব জাগো নিইজকে জানান, গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী ও চাচি মোছা. মাহমুদা বেগম মক্কা থেকে মিনায় গিয়ে মরদেহ সনাক্ত করেছেন। দুই একদিনের মধ্যে সেখানেই তাকে দাফন করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ে সুম্মিতা বেগম জানান, আমার বাবা আজ বেঁচে নেই। সকলেই তার জন্য দোয়া করবেন তিনি যেন বেহেস্তবাসী হন।
সোমবার বিকেলে পাঁচবিবি বড় মসজিদ জামে মসজিদে নিহত হাজি আইয়ুব হোসেনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে সৌদি আরবে পদদলিত হয়ে আইয়ুব হোসেনের মৃত্যুর বিষয়টি তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছেন বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
এসএস/এমএস