তপন বাগচীর কথায় অণিমা মুক্তির নতুন গান
লোকসংগীতের শিল্পী অণিমা মুক্তি গমেজ ‘তোমার আমার কান্না’ শিরোনামে একটি বিচ্ছেদি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন ড. তপন বাগচী। সুরকা করেছেন হাবিব মোস্তফা ও গানটির সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।
সম্প্রতী রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটি নিয়ে তপন বাগচী বলেন, ‘বাতাস কিংবা নদীর কান্নার সঙ্গে মানুষের কান্নার কোনো ফারাক নেই। যার জন্যে যার কান্না, সেই ‘দুইজনে এক হয়ে’ কান্নার মধ্যে যে সুখ, ভালবাসার মানুষের জন্য কেঁদে বুক ভাসিয়েও যে সুখ, সেই কথাটিই এখানে তুলে ধরা হয়েছে।’
কণ্ঠশিল্পী অণিমা মুক্তি গমেজ বলেন, ‘কবি তপন বাগচীর লেখা গান আমি আগেও গেয়েছি। নিজে সুর করেও গেয়েছি কয়েকটি গান। গানের বাণী রচনায় শুদ্ধতার প্রতীক তপন বাগচীর কথায় আর প্রতিশ্রুতিশীল সুরকার হাবিব মোস্তফার সুরে আমার নতুন একটি গান গাওয়ার সুযোগ হলো।
মনে হলো গানটি আমার কণ্ঠের জন্যই রচিত। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। মঞ্চ-বেতার-টিভির পাশাপাশি এই গানের মাধ্যমে ইউটিউবে গান গাওয়ার নতুন যাত্রা সূচিত হলো। শ্রোতাদের সমর্থন পেলে আমার এই যাত্রা অব্যাহত থাকবে বলেই আশা করি।’
এমএবি/এলএ/এমকেএইচ