প্রশাসনের অন্দরকে আলোকিত করে তথ্য অধিকার : ইনু
তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রশাসনের অন্দরমহলকে আলোকিত করে, যার মাধ্যমে রাষ্ট্রের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সক্ষম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে রোববার দুপুরে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য সচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মো. নজরুল ইসলাম, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মোহাম্মদ জমির, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং তথ্য অধিকার ফোরামের সভাপতি শাহিন আনাম।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র হচ্ছে আইনের শাসন, সুশাসন ও স্বশাসন। আর তা নিশ্চিত করতে হলে অবাধ তথ্য প্রবাহের বিকল্প নেই। কারণ, তথ্য মানুষকে আলোকিত করে, আর আলোকিত মানুষ গণতন্ত্র নিশ্চিত করে। তথ্য অধিকার আইনের প্রয়োগ যেমন আমাদের টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নেয়, তেমনি জঙ্গিবাদ, পরিবেশের অভিঘাত ও সাইবার অপরাধ দমনেও সক্ষমতা বাড়ায়।’
তথ্য কমিশন এবং তথ্য অধিকার নিয়ে কর্মরত সংস্থাসমূহের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ এবং স্বাগত বক্তব্য দেন তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত র্যালির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
একে/বিএ