বাগেরহাটে ৬৭ বিদেশির নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় বাগেরহাট জেলায় বিভিন্ন কাজে নিয়োজিত ৬৭ বিদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে জেলা পুলিশ-প্রশাসন। ঢাকা থেকে নির্দেশ আসার পর নড়েচড়ে বসে বাগেরহাটের পুলিশ।

জানা গেছে, বাগেরহাটে বর্তমানে মংলা ইপিজেড ও পশুর নদীতে কেপিট্যাল ড্রেজিংসহ একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থায় বিভিন্ন কাজে লিপ্ত ৬৭ বিদেশি নাগরিক রয়েছেন। এ সকল বিদেশিদের সার্বিক নিরাপত্তা দিতে বাগেরহাটের পুলিশ প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জাগো নিউজকে জানান, বর্তমানে বাগেরহাট জেলায় ৬৭ বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে চীনের ৪৩ জন, ব্রিটিশ ১৫, ভারতীয় ৬, পাকিস্তানি ২ ও একজন জাপানি নাগরিক রয়েছেন। এসব বিদেশি নাগরিকদের মধ্যে চিতলমারীতে বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন ১০ ব্রিটিশ নাগরিক।

মংলা ইপিজেড ও মংলা পশুর নদীতে চায়না হারবারের ড্রেজিংসহ বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন ব্রিটিশ, চীন, পাকিস্তানি ও জাপানিজ মিলে মোট ৫৬ জন। এদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। এসব এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

শনিবার খুলনা রেঞ্জে পুলিশের ডিআইজির নির্দেশের পর বিদেশি এসব নাগরিকদের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়।

শওকত আলী বাবু/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।