অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রেলের অতিরিক্ত সচিবের


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাঈম আহমেদ আকস্মিক ঈশ্বরদী সফরে এসে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রেলের পাকশী বিভাগীয় ম্যানেজারকে নির্দেশ দিয়েছেন।

তিনি রোববার দুপুরে ঢাকা থেকে ঈশ্বরদী প্লাটফর্মে এসে নামলে মিডিয়াকর্মীদের প্রশ্নের জবাবে উপরোক্ত নির্দেশ দেন। আন্তঃনগর ট্রেনগুলোতে ঈশ্বরদীর মতো গুরুত্বপূর্ণ স্টেশনে আসন সংখ্যা সীমিত রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত আসন সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন। পাকশী রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথেও এক বৈঠকে মিলিত হয়ে বিভাগের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। এসময় তিনি যাত্রীদের সেবার প্রতি লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।   

আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।