ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে আসিফের গান, সঙ্গে মম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০২০

পৃথিবীতে বাবা-মায়ের পর সবচেয়ে মধুর সম্পর্ক ভাই-বোনের। সেই সম্পর্ককে গানে গানে ফুটিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আতিকা রহমান মম। গানের শিরোনাম ‘আমার ছোট বোন’।

সুদীপ কুমার দীপের লেখা এই গানটির সুর-সংগীত করেছেন জেকে মজলিস। গত ৯ জানুয়ারি সাভারের আমিনবাজারের একটি রিসোর্টে ‘আমার ছোট বোন’ গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেন মো. আতিকুর রহমান লাভলু।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘আমাদের সংগীতাঙ্গনে সাধারণত ভাই-বোনের গান তেমন একটা হয় না। বিশেষ করে বড় ভাই ও ছোট বোনের মধ্যকার মধুর সম্পর্ক নিয়ে গান কেবল ফিল্মেই হয়তো গান দেখা যায়। সেই হিসেবে বলা যায় এই গানটি একটি ব্যতিক্রমধর্মী কাজ।

এছাড়া গানটির ভিডিও পুরোই ফিল্মিক ধাঁচের। আর নতুন প্রজন্মের শিল্পী হিসেবে মম’র কণ্ঠে ম্যাচুউরিটি আছে। এখন তার যে বয়স তাতে সে যদি কন্টিনিউ করে তবে তার ভালো শিল্পী হবার সম্ভাবনা আছে।’

এ গান নিয়ে মম বলেন, ‘আসিফ আকবর ভাইয়ের সঙ্গে গাইতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে।’

নির্মাতা মো. আতিকুর রহমান লাভলু বলেন, ‘এই তীব্র শীতের মধ্যে আসিফ আকবর ও মম যেভাবে অক্লান্ত শুটিং করেছেন তাতে আমি মুগ্ধ। শুধু এটাই বলতে পারি, সকলের কাছে গানের পাশাপাশি ভিডিওটিও বেশ ভালো লাগবে।’

বাজনা বিডির ইউটিউব চ্যানেল গান ও এর ভিডিও শিগগিরই প্রকাশিত হবে বলে নির্মাতা জানিয়েছেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।