নড়াইলে দু` পক্ষের সংঘর্ষে আহত ৩০


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৪ অক্টোবর ২০১৫

নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু` পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার চরসিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরসিঙ্গা গ্রামের করিম-নজরুল এবং বাবু-সাত্তার পক্ষের লোকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সকালে বাবু-সাত্তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করিম-নজরুল পক্ষের উপর হামলা চালায়। এত কমপক্ষে ৩০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আজিবর (৬০), তরিকুল (৩৫) ও নবীরের (৪০) অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।