মুক্তি পেল বছরের প্রথম ছবি
এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার খরা চলছে। গত বছর মাত্র একটি ব্যবসা সফল ছবির দেখা মিলেছে। ২০২০ সালের প্রথম সপ্তাহে কোনো ছবি মুক্তি পায়নি। অবশেষে বছরের দ্বিতীয় শুক্রবারে (১০ জানুয়ারি) মুক্তি পেয়েছে নতুন ঢাকাই সিনেমা ‘জয় নগরের জমিদার’।
বেশ কিছুদিন থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সিনেমাটির পোস্টার দেখা যাচ্ছিলো। এটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা এম শাখাওয়াৎ হোসেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাঈদ খান। এর গল্পকার-প্রযোজকও তিনি।
এই সিনেমায় আবু সাঈদ খানের বিপরীতে রানির ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারজনা ছবি। এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, ম আ সালাম, কানিজ লিয়া প্রমুখ। জানা গেছে, ‘জয় নগরের জমিদার’ ২২ সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এ সিনেমা প্রসঙ্গে পরিচালক এম শাখাওয়াৎ হোসেন বলেন, ‘এ চলচ্চিত্রটিকে আমরা সরাসরি ঐতিহাসিক সিনেমা না বললেও ইতিহাসের প্রেক্ষাপটকে পাশ কাটিয়ে যেতে পারব না। কারণ ভিজুয়াল, ভাষা, সংলাপ প্রমাণ দেবে এটি কোন এক কালের ঘটনা প্রবাহ । হ্যাঁ সেই কালটি আমরা নিদৃষ্ট করে বলবার প্রয়োজন মনে করছিনা, তবে দর্শকের তা আবিস্কার করতে সমস্যা হবে না।’
এম শাখাওয়াৎ হোসেন আরও বলেন, ‘জয়নগরের জমিদারকে নারী ক্ষমতায়ানের কিংবা নারীর অধীকার আদায়ে পলিটিক্যাল কারিশমা বলতে দোষের কিছু নেই। চলচ্চিত্রটি নানা ঝড়ঝাপটা উপেক্ষা করে হল পর্যন্ত পৌছাতে যারা নিঃস্বার্থ পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, আমি কৃতঞ্জ তাদের কাছে।’
এমএবি/এমএস